ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

যৌথ অভিযানে ৩১৮ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৪

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ১৪ অক্টোবর ২০২৪   আপডেট: ২৩:০৭, ১৪ অক্টোবর ২০২৪
যৌথ অভিযানে ৩১৮ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৪

আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় থানাগুলোতে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ লুটপাট করা হয়। এসব অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর শুরু হয় পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান। এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত যৌথ বাহিনীর চলমান অভিযানে সারা দেশে ৩১৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ১৭৪ জনকে।

সোমবার রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- রিভলবার ১৯টি, পিস্তল ৭৬টি, রাইফেল ২২টি, শটগান ৩৭টি, পাইপগান ৮টি, শুটারগান ৪৩টি, এলজি ৩১টি, বন্দুক ৪৮টি, একে ৪৭ একটি, এসএমজি ৫টি, গ্যাসগান ৪টি, এয়ারগান ১০টি, এসবিবিএল ১০টি, টিয়ার গ্যাস লঞ্চার ২টি এবং থ্রি-কোয়াটার ২টি।

এ অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশ কর্মকর্তা ইনামুল হক সাগর।

মাকসুদ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়