ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

আইনজীবী পান্নাকে মামলা থেকে বাদ দিতে বাদীর আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ২১ অক্টোবর ২০২৪  
আইনজীবী পান্নাকে মামলা থেকে বাদ দিতে বাদীর আবেদন

সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নাকে ভুলবশত আসামি করা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী মো. বাকের। 

মামলার এজাহার থেকে আসামি হিসেবে তার নাম বাদ দিয়ে তদন্ত করার জন্য তিনি থানায় আবেদন করেছেন। 

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন জানান, মামলার বাদী মো. বাকের একটি আবেদন করেছেন আমাদের কাছে। এজাহারভুক্ত ৯৪তম আসামি জেড আই খান পান্নার নাম বাদ দিতে তিনি আবেদন করেছেন। তদন্ত কর্মকর্তা এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন।

লিখিত আবেদন বাদী বাকের বলেন, খিলগাঁও থানাধীন মেরাদিয়া বাজারের পশ্চিমে শুক্কুর আলী গামের্ন্টেস মোড়ে আমার ছেলে মো. আহাদুল ইসলামকে একই উদ্দেশ্যে বেআইনি জনতাবদ্ধে দাঙ্গা সৃষ্টি করে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম করার ঘটনায় ১৮০ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করলে মামলা দায়ের হয়। কিন্তু এজাহারের ৯৪ নম্বর আসামি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নাকে অজ্ঞতা ও ভুলবশত আসামি করা হয়। 

মাকসুদ/এনএইচ 


সর্বশেষ

পাঠকপ্রিয়