ঢাকা     রোববার   ২৭ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১১ ১৪৩১

সাবেক আইজিপিকে হাজিরের নির্দেশ, ১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ২৭ অক্টোবর ২০২৪   আপডেট: ১৫:০৮, ২৭ অক্টোবর ২০২৪
সাবেক আইজিপিকে হাজিরের নির্দেশ, ১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক পুলিশপ্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৬ জনকে আগামী ২০ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।

এদিকে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আরো পড়ুন:

এদিন তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা ও গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে দুটি আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। এছাড়া শেখ হাসিনা সরকারের ১০ মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা চেয়ে আরেকটি আবেদন করা হয়। আদালত আগামী ১৮ নভেম্বর তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।

এরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, লে. কর্নেল (অব.) ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আব্দুর রাজ্জাক, তৌফিক ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান, জিয়াউল আহসান, বিচারপতি শাসসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

এর আগে গত ১৭ অক্টোবর একই ট্রাইব্যুনাল পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাদেরও ১৮ নভেম্বরের মধ্যে হাজির করার নির্দেশ দেন।

/মামুন/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়