ঢাকা     বুধবার   ৩০ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৪ ১৪৩১

গুমের অভিযোগ 

শাজাহানপুর থানায় হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ৩০ অক্টোবর ২০২৪  
শাজাহানপুর থানায় হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৪ জনের নামে গুমের অভিযোগে মামলা হয়েছে। 

এছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০ জনকে। 

বুধবার (৩০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খায়রুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুই দফায় গুম হওয়ার অভিযোগে সৈয়দ মাহমুদুল হাসান নামে এক বিএনপিকর্মী মামলাটি দায়ের করেছেন। 

তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
 

মাকসুদ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়