ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

ছাত্র আন্দোলন দমাতে সহযোগিতা করিনি: আদালতে তাপস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ৬ নভেম্বর ২০২৪  
ছাত্র আন্দোলন দমাতে সহযোগিতা করিনি: আদালতে তাপস

বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস রিমান্ড শুনানিতে আদালতকে জানিয়েছেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে সহযোগিতা করেননি। তার দাবি, যে অন্যায় তিনি করেননি, সেটি জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে।

বুধবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত শুনানি শেষে তাপসের তিন দিনের রিমান্ড আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। 

শুনানিতে ওমর ফারুক বলেন, তাপস একজন তবলাবাদক। ক্ষমতার অপব্যবহার করে গান বাংলা চ্যানেল সৈয়দ শামসুদ্দিন আহমেদের মালিকানা থেকে ছিনিয়ে নিয়ে দখলে নেয়। ভাবতাম, ওই চ্যানেল চলে কীভাবে, বিজ্ঞাপন নেই। কয়েকজন বিদেশি নারী বাদ্যযন্ত্র বাজায় আর গান গায়। তার স্ত্রী বিউটিশিয়ান। শেখ হাসিনার বিউটিশিয়ানের কাজ করতেন। সরকারি কনসার্টগুলো তাপস একতরফা নিয়ে নিতেন। তাকে সাহায্য করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। মাঝে মাঝে তাপস গণভবনে গিয়ে শেখ হাসিনাকে গান শোনাতেন। ভারতীয় এক নায়িকা সানি লিওনের দেশে নিষেধ ছিল। তাকে মেয়ের বিয়েতে বাংলাদেশে আনেন তাপস।

আদালতে এ সময় উপস্থিত ছিলেন গান বাংলার আগের মালিক দাবি করা শামসুদ্দিন আহমেদ। তিনি আদালতকে বলেন, তাপস ও আমানউল্লাহ খান চঞ্চল চৌধুরী বন্দুকের ভয় দেখিয়ে গুলশানে নিয়ে জোর করে সাইন করিয়ে গান বাংলার মালিকানা লিখে নেয়।

তাপসের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, তাপসের চ্যানেল গান গাওয়ার। জনমত গঠন করে বিভ্রান্ত করার সুযোগ নেই। আর আসামি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন। তাকে ভিকটিমাইজড করা হয়েছে।

এ সময় বিচারক জানতে চান, আপনি পলাতক ছিলেন? জবাবে তাপস বলেন, প্রতিদিন গান বাংলার অফিসে গিয়েছি। বাসায়ও অবস্থান করেছি। লোকেশন ট্র্যাকিং করলে পাওয়া যাবে। আমি পলাতক ছিলাম না।

পরে আদালত তাপসের তিন দিনের রিমান্ড আদেশ দেন। এদিন বিকেল ৩টার কিছু আগে রিমান্ড শুনানিকালে তাপসকে এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন তার সাত দিনের রিমান্ড আবেদন করেন।

গত ৪ নভেম্বর ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাপসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে গত ১৮ জুলাই ছাত্র আন্দোলনে রাজধানীর আজমপুরে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা/মামুন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়