ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

হত্যাচেষ্টা মামলায় কারাগারে যুবলীগনেতা সোহাগ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১২ নভেম্বর ২০২৪  
হত্যাচেষ্টা মামলায় কারাগারে যুবলীগনেতা সোহাগ 

ড. শামীম আল সাইফুল সোহাগ

বনানী থানায় কিশোর মিজান হত্যাচেষ্টা মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এদিন সোহাগকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন বনানী থানার সাব-ইন্সপেক্টর মো. নুরউদ্দিন।

আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, সোমবার রাজধানীর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বনানী থানাধীন মহাখালী রেইলগেটের পাশ দিয়ে যাওয়ার সময় গুলিতে আহত হয় কিশোর মিজান (১২)। গত ১২ সেপ্টেম্বর বনানী থানায় হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগীর বাবা লিটন মিয়া বাদী হয়ে মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৪৭ জনকে আসামির করা হয়েছে। 

ঢাকা/মামুন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়