ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

শহীদ-আতিক-মমতাজসহ চারজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১৩ নভেম্বর ২০২৪  
শহীদ-আতিক-মমতাজসহ চারজন রিমান্ডে

আবদুস শহীদ ও আতিকুল ইসলাম

বৈদেশিক মুদ্রা আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক পৃথক মামলায় ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ৫ দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর  ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের ৩ দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

উত্তরা পূর্ব থানার আজমপুর বাসস্ট্যান্ডে ১৭ জুলাই বকুল মিয়া নামে এক ব্যক্তি নিহতের মামলায় মেয়র আতিকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান।

উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা আইনের মামলায় আবদুস শহীদের ৭ দিন এবং একই থানার আরেক বৈদেশিক মুদ্রা আইনের মামলায় আমজাদ হোসেন খানের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন নিহতের মামলায় মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম।

আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের রিমান্ডের আদেশ দেন।

আবদুস শহীদের মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৯ অক্টোবর রাতে উত্তরা ১০ নম্বর সেক্টরের দুই নম্বর রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ তিন কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, এক হাজার ৯৫৩ ইউএস ডলার, এক হাজার ১২০ কানাডিয়ান ডলার, এক হাজার ১০০ ইউরো, তিন হাজার ১১৭ কাতার রিয়াল, পাঁচ হাজার ৩০০ থাইবাথ, ৫০০ মেক্সিকান ডলার এবং ৫০ হংকং ডলার, তিন হাজার রুপি উদ্ধার করা হয়।

এছাড়া প্রায় ৮৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩০ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা আইনের ২৩(১) ধারায় মামলা করা হয়।

আতিকের মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৭ জুলাই উত্তরা পূর্ব থানার আজমপুর বাসস্ট্যান্ডে বকুল মিয়া নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ১৯ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বকুল মিয়া। এ ঘটনায় তার স্ত্রী মোছা. মনিকা আক্তার উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

মমতাজ উদ্দিনের মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহত হন। এ ঘটনায় তার মা আলেয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ৬ অক্টোবর একটি হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করা হয়।

আমজাদ হোসেনের মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুরে আমজাদ হোসেনের উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ভাড়া বাসায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। অভিযানে বাসা থেতে এক কোটি ৯ লাখ ৩৪ হাজার টাকা, ২২টি এক ইয়ান, ১৩টি ৫ ইয়ান, ৬ টি ১০ ইয়ান, তিনটি ২০ ইয়ান, তিনটি ৫০ ইয়ান, ৯২ টি ১০০ ইয়ান, চারটি ১০০ থাইবাত, চারটি এক মালয়েশিয়ান রিংগিট, একটি ৫০ সৌদি রিয়াল, ৬ টি ১০০ সৌদি রিয়াল, ১৩ টি ৫০০ সৌদি রিয়াল, সাতটি বিভিন্ন ব্রান্ডের ঘড়ি ও ১১ টি আইফোন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।

ঢাকা/মামুন/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়