ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

অবৈধ সম্পদ অর্জন

দুই স্ত্রীসহ সিভিল অ্যাভিয়েশন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ১৪ নভেম্বর ২০২৪  
দুই স্ত্রীসহ সিভিল অ্যাভিয়েশন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পৌনে ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সিভিল অ্যাভিয়েশন-২ এর প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. ইউনুস ভূঁইয়া এবং তার দুই স্ত্রী মারুফা আক্তার ও মরিয়মের নেছার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৩ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক এ কে এম মাহবুবুর রহমান বাদী হয়ে মামলাগুলো করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, প্রথম মামলায় আসামি সিভিল অ্যাভিয়েশন-২ এর প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. ইউনুস ভূঁইয়ার বিরুদ্ধে ৪ লাখ ৬৭ হাজার ৭৭ টাকার সম্পদ তথ্য গোপন করে মিথ্যা বিবরণী দাখিল এবং ৪৬ লাখ ৬৩ হাজার ৫২৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আরো পড়ুন:

দ্বিতীয় মামলায় তার স্ত্রী মারুফা আক্তারকে প্রধান আসামি ও মো. ইউনুস ভূঁইয়াকে সহযোগী আসামি করা হয়েছে। স্বামী ইউনুসের সহায়তায় অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতা দানের চেষ্টা করেছেন মারুফা আক্তার। মামলায় তার (মারুফা) নিজ নামে ৩ লাখ টাকার সম্পদ গোপন করে মিথ্যা বিবরণী দাখিল এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট ৬৫ লাখ টাকার সম্পত্তির মালিকানার প্রমাণ পেয়েছে দুদক।

তৃতীয় মামলায় মো. ইউনুস ভূঁইয়ার অন্য স্ত্রী মরিয়মের নেছাকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় তাকে সহায়তার অভিযোগ আনা হয়েছে। মামলায় বলা হয়েছে, স্ত্রী মরিয়ম অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতা দানের অসৎ উদ্দেশ্যে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট ৫৭ লাখ ৬১ হাজার ১৮১ টাকার সম্পত্তির মালিকানা অসাধু উপায়ে অর্জন করে ভোগ দখলে রেখেছেন।

তিনটি মামলা আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়