ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সোলাইমান বলেন ‘শেখ হাসিনা আবার আসবেন’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ১৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:৪৬, ১৪ নভেম্বর ২০২৪
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সোলাইমান বলেন ‘শেখ হাসিনা আবার আসবেন’

বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিম

হত্যার মামলায় আদালতে নেওয়া হলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিম বলেন, ‘‘শেখ হাসিনা আবার আসবেন।’’

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে তোলা ও নামানোর সময় একই স্লোগান দেন তিনি। 

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার মামলায় সোলাইমান সেলিমের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মো. আবুল খায়ের। রিমান্ড শুনানিতে সোলাইমান সেলিমকে এজলাসে তোলা হয়। ওঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন সোলাইমান সেলিম।

তার পক্ষে আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আগামী ২৭ নভেম্বর রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন। 

সোলাইমানের ডিভিশন চেয়ে আবেদন করেন আইনজীবী শ্রী প্রাণনাথ। তিনি বলেন, ‘‘তিনি একজন শিল্পপতি। সাবেক সংসদ সদস্য। তাকে ডিভিশন দেওয়ার প্রার্থনা করছি।’’ 

সোলাইমানকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

শুনানি শেষে সোলাইমান সেলিমকে সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার কাছে সাংবাদিকরা জানতে চান, ‘‘একটি ভিডিওতে দেখা গেছে আপনি দেশের বাইরে ছিলেন।’’ তখন সোলাইমান সেলিম বলেন, ‘‘না, আমি দেশেই ছিলাম।’’

তখন তার আইনজীবী দাবি করেন, ভিডিওটা ফেব্রিকেটেড।

হাজতখানায় নিয়ে যাওয়ার সময় সোলাইমান সেলিম বলেন, শেখ হাসিনা আবার আসবে।

১৩ নভেম্বর গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। তিনি হাজী মোহাম্মদ সেলিমের ছেলে।

ঢাকা/মামুন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়