ট্রাফিক আইন লঙ্ঘন: রাজধানীতে ২ দিনে ২২০০ মামলা
ফাইল ছবি
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২ দিনে ২ হাজার ২০০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ও শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
শনিবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
তালেবুর রহমান বলেন, ‘‘গত ২ দিনে অভিযানে ৩৫টি গাড়ি ডাম্পিং ও ৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।’’
ডিএমপি থেকে জানানো হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত বুধবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৯০টি মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়া অভিযানে ৫০টি গাড়ি ডাম্পিং ও ৪৬টি গাড়ি রেকার করা হয়।
ঢাকা/মাকসুদ/সাইফ