ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কলেজে হামলা ঠেকাতে ব্যর্থতায় তোপের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:২৭, ২৫ নভেম্বর ২০২৪

রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে গিয়ে তোপের মুখে পড়েছেন পুলিশ সদস্যরা। 

মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, হামলার আশঙ্কায় কলেজ এলাকায় নিরাপত্তা জোরদারের বিষয়ে পুলিশকে আগে জানানো হলেও তারা সময়মতো সেখানে যাননি।

এ সময় অ্যাডিশনাল ডিআইজি মো. খালেকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান শিক্ষার্থীরা। তোপের মুখে পুলিশ সদস্যরা মাহবুবুর রহমান মোল্লা কলেজ এলাকা থেকে পিছু হটেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মোহাম্মদ তালেবুর রহমান বলেছেন, ‘‘ড. মাহবুবুর রহমান কলেজ এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে আছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সেখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।’’

সোমবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা শুরু করেন কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজের বই-খাতা, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিস লুটপাট করা হয়। হামলায় আহত কয়েকজনকে হাসপাতালে নিতে দেখা গেছে। 

কবি নজরুলের শিক্ষার্থী নাহিদ সাংবাদিকদের বলেছেন, ‌‌‌‌‘‘গতকাল ওরা (ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী) আমাদের কলেজে হামলা করেছে। এর প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি।’’

ভুল চিকিৎসায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদারের মৃত্যুর বিচারের দাবিতে রোববার (২৪ নভেম্বর) ঢাকার ৩৫টি কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালান। দুপুর ১২টা থেকে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় থাকে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে সাংবাদিকসহ ২০ জনের বেশি আহত হন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদার গত ১৬ নভেম্বর সকালে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। ১৮ নভেম্বর রাত ৮টার দিকে হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।

অভিজিৎ হালদারের মৃত্যুকে কেন্দ্র করে ২০ ও ২১ নভেম্বর ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এ দুই দিন ন্যাশনাল মেডিক্যালের পক্ষ নিয়ে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। এ হামলাকে কেন্দ্র করে ফেসবুকে ‘ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ’ নামে একটি গ্রুপে মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ অন্য কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে থাকেন এবং অভিজিতের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে আন্দোলনে সংহতি জানিয়ে আজ একত্রিত হন।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা বলেন, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় মারা গেছেন কলেজের শিক্ষার্থী অভিজিৎ। এর প্রতিবাদে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে গেলে হামলা চালান নজরুল কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা। এর প্রতিবাদে ৩৫টির বেশি কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে কর্মসূচি পালন করেন।

ঢাকা/মামুন/মাকসুদ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়