ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

যাত্রাবাড়ীতে অভিযান, ১০ হাজার পিস ইয়াবা জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ২৬ নভেম্বর ২০২৪  
যাত্রাবাড়ীতে অভিযান, ১০ হাজার পিস ইয়াবা জব্দ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ঢাকা মেট্রো উত্তর) রাজধানীর যাত্রাবাড়ীতে টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এ সময় গাড়িচালক মো. আবুল কালাম এবং ইয়াবার মালিক শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারী পরিচালক (উত্তর) রাহুল সেন জানান, মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে গাড়িতে তল্লাশি করা হয়। গেপ্তার করা হয় আবুল কালাম  ও শফিকুল ইসলামকে। তাদের দুজনের বাড়ি কক্সবাজার জেলায়। তারা একটি মাদক সিন্ডিকেটের সদস্য।

তিনি আরও জানান, সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করছিল। 

আরো পড়ুন:

এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  পরিদর্শক  রাসেল আলী বাদি হয়ে মামলা করেছেন। 

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়