ঢাকা     বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১২ ১৪৩১

খনি দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:২৭, ২৭ নভেম্বর ২০২৪
খনি দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীকে খালাস দিয়েছেন আদালত। অপর চার আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের এ আদেশ দেন।

যাদের বিচার শুরু হয়েছে, তারা হলেন—সাবেক জ্বালানি ও খনিজসম্পদ সচিব নজরুল ইসলাম ও পেট্রোবাংলার সাবেক পরিচালক মঈনুল আহসান, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও মো. সিরাজুল ইসলাম চৌধুরী।

বুধবার আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে চার্জ গঠনের আবেদন করা হয়। 

শুনানি শেষে আদালত খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি ও চারজনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। 

এ মামলার ৯ আসামি বিভিন্ন সময় মারা যাওয়ায় তাদেরকেও মামলা হতে অব্যহতি দেওয়া হয়েছে। তারা হলেন—সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, এম কে আনোয়ার, আব্দুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এম শামসুল ইসলাম, এস আর ওসমানী, এ কে এম মোশাররফ হোসেন এবং ব্যারিস্টার মো. আনিসুল হক। 

এদিন অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী হাজিরা দেন। খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ঠিকাদার নিয়োগে অনিয়ম ও ১৫৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  সংস্থাটির সহকারী পরিচালক মো. নাজমুল আলম শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। 

ঢাকা/মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়