ঢাকা     বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১২ ১৪৩১

চট্টগ্রামে সহকর্মী নিহত, ঢাকায় আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ২৭ নভেম্বর ২০২৪  
চট্টগ্রামে সহকর্মী নিহত, ঢাকায় আইনজীবীদের বিক্ষোভ

চট্টগ্রামে আদালতপাড়ায় চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহতের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা।

বুধবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে কয়েকশ আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে। পরে ঢাকা আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়।

এ সময় হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিরুদ্ধে আইনজীবীদের স্লোগান দিতে দেখা যায়। তারা দেশে ইসকন নিষিদ্ধের দাবি জানান। আওয়ামী লীগের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

এর আগে, গতকাল চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরত লোকজন আদালত চত্বরে প্রায় ৩ ঘণ্টা পুলিশের প্রিজনভ্যান আটকে রাখেন। পরে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান নেন।

আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে আইনজীবী ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকরা পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অনেকে আহত হন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হামলায় গুরুতর আহত হন সাইফুল ইসলাম আলিফ। তাকে তার সহকর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করেন।

ঢাকা/মামুন/রাসেল


সর্বশেষ

পাঠকপ্রিয়