ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

‘আইনের শাসন নিশ্চিতে বিচার বিভাগ আলাদা করতে হবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ৩০ নভেম্বর ২০২৪  
‘আইনের শাসন নিশ্চিতে বিচার বিভাগ আলাদা করতে হবে’

শনিবার নবীন আইনজীবীদের কর্মশালায় বক্তব্য রাখেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘‘আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে।’’

শনিবার (৩০ নভেম্বর) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত নবীন আইনজীবীদের কর্মশালায় এ কথা বলেন তিনি।

নবীন আইনজীবীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘‘প্রাতিষ্ঠানিক স্বশাসন বিচার বিভাগের স্বাধীনতার অবিচ্ছেদ্য অঙ্গ। নবীন আইনজীবীদের বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট হতে হবে। সম্প্রতি আদালত অঙ্গনে ঘটে যাওয়া ঘটনায় আইনজীবীদের আরও দায়বদ্ধ থেকে কাজ করতে হবে। সার্বিকভাবে বিচার বিভাগ বার ও বেঞ্চের সমন্বয়ে এগিয়ে যাবে।’’

এ কর্মশালায় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের অংশ নেওয়ার কথা ছিল। গত ২৬ নভেম্বর চট্টগ্রামে আদালতপাড়ায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হামলায় তিনি মারা যান। সাইফুল ইসলাম আলিফের স্মরণে কর্মশালায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য বিশেষ দোয়া করা হয়। 

কর্মশালায় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। 

সারা দেশ থেকে আসা প্রায় ১ হাজার ৫০০ নবীন আইনজীবী, যারা বারে নতুন সদস্য হয়েছেন, তারা কর্মশালায় অংশ নেন।

ঢাকা/মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়