ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণার রায় স্থগিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৪১, ২ ডিসেম্বর ২০২৪
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণার রায় স্থগিত

ফাইল ফটো

১৫ আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল (রবিবার) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

সোমবার (২ ডিসেম্বর) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে। কিন্তু, পরবর্তীতে বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে ২০০২ সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। এর ছয় বছর পর ২০০৮ সালে হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করা হয়।

ঢাকা/মামুন/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়