ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

আরও তিন মামলায় গ্রেপ্তার মেনন-ইনু-দীপু মনি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৪৬, ২ ডিসেম্বর ২০২৪
আরও তিন মামলায় গ্রেপ্তার মেনন-ইনু-দীপু মনি

রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও ডা. দীপু মনি

রাজধানীর পৃথক তিন থানার মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও ডা. দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও বিএনপির নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ এলাকায় রিয়াজুল নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় দীপু মনিকে এবং রাজধানীর রামপুরা এলাকায় সোহান শাহ নামের এক পোশাককর্মীকে গুলি করে হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। 

শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর রামপুরায় সিএনজি স্টেশনের সামনে গুলিতে আহত হন মো. সোহান শাহ (৩০)। ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজধানীর শাহবাগ থানাধীন তোপখানা রোডে রিয়াজুল তালুকদার নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ৪ আগস্ট তোপখানা রোডে রিয়াজুলকে গুলি করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৬ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন রিয়াজুলের পূর্বপরিচিত বিল্লাল হোসেন।

ঢাকা/মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়