ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

উপদেষ্টা হাসান আরিফের ছেলের মামলায় প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ৪ ডিসেম্বর ২০২৪  
উপদেষ্টা হাসান আরিফের ছেলের মামলায় প্রতিবেদন দাখিলের নির্দেশ

শ্লীলতাহানিসহ হত্যাচেষ্টার অভিযোগে অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা মামলায় আগামী ২২ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৪ ডিসেম্বর) মামলার এজাহার আদালতে আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তা গ্রহণ করেন। আগামী ২২ ডিসেম্বরের মধ্যে রমনা মডেল থানা পুলিশকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

এর আগে ২ ডিসেম্বর মুয়াজ আরিফের সাবেক স্ত্রী মোসা. নীলা ইসরাফিল বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৯ নভেম্বর বিকেলে মুয়াজ আরিফ তার সাবেক স্ত্রী নীলাকে ঢাকা ক্লাবের বারে নিয়ে শ্লীলতাহানি করেন এবং তাকে হত্যার চেষ্টা করেন।

ঢাকা/মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়