ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

প্রিজাইডিং অফিসার লাঞ্ছিত: শাহিন চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ৫ ডিসেম্বর ২০২৪  
প্রিজাইডিং অফিসার লাঞ্ছিত: শাহিন চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ঢাকা-৩ আসনের অধীন তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মোসলেম রেজাকে লাঞ্ছিত করার মামলায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল হাসান ১৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট জমা দেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আদালত সূত্রে চার্জশিট দাখিলের বিষয়টি জানা গেছে। আগামী ২৮ ডিসেম্বর ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি শুনানির জন্য ধার্য রয়েছে। 

প্রিজাইডিং অফিসার মোসলেম রেজা বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নির্বাচন আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। 

ঢাকা/মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়