ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সদরঘাটে অচেতন মা ও শিশুকে উদ্ধার, ঢামেকে মায়ের মৃত্যু

প্রকাশিত: ১২:৪৮, ৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:০৮, ৬ ডিসেম্বর ২০২৪
সদরঘাটে অচেতন মা ও শিশুকে উদ্ধার, ঢামেকে মায়ের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শ্রেষ্ঠা

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অচেতন অবস্থায় মাধবী নামের ৪৫ বছর বয়সী এক নারী ও তার ৫ বছর বয়সী মেয়ে শ্রেষ্ঠাকে উদ্ধার করেছেন পথচারীরা। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসকরা রাত ৯টার দিকে মাধবীকে মৃত ঘোষণা করেন। শ্রেষ্ঠা ওয়ান স্টপ এমার্জেন্সি চিকিৎসাধীন আছে।

সালাউদ্দিন নামের এক যুবক বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে মাধবী ও শ্রেষ্ঠাকে হাসপাতালে নেন।

তিনি সাংবাদিকদের বলেছেন, “সদরঘাট লঞ্চ টার্মিনালের ভিতরে এক নারী অচেতন অবস্থায় পড়ে ছিলেন। শিশুটি তার মায়ের পাশে বসে কাঁদছিল। আমরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।” 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেছেন, “ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। শিশুটি চিকিৎসাধীন আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

ঢাকা/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়