ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির প্রতিবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ৬ ডিসেম্বর ২০২৪  
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির প্রতিবাদ

পঞ্চগড় সদরদপ্তর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে এই ঘটনার পর একইদিন কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা গেছে, ভারত থেকে অবৈধ উপায়ে দেশের অভ্যন্তরে গরু পাচারের সময় ভারতের শিংপাড়ায় বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন মারা যান। যিনি বাংলাদেশি নাগরিক।

আরো পড়ুন:

বিজিবি বলছে, বাংলাদেশি নিহতের ঘটনায় বিএসএফের কাছে জোরালো প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।

একইসঙ্গে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও আইনগত প্রক্রিয়া শেষে নিহত আনোয়ারের মরদেহ দেশে ফেরত আনতে প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধীনস্থ ঘাগড়া বিওপির দুইটি টহলদল পঞ্চগড় সদরের সীমান্তবর্তী মোমিনপাড়া এলাকায় টহল দিচ্ছিলো। এসময় সীমান্ত পিলার ৭৫১/৮-এস এবং ৯-এস এর মধ্যবর্তী শূন্যলাইন থেকে আনুমানিক ১৫ গজ অদূরে ভারতীয় সীমান্ত অভ্যন্তরে শিংপাড়ায় ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ৩/৪ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তাৎক্ষণিক বিজিবি টহলদল ঘটনাস্থলের বিপরীতে সীমান্ত শূন্যলাইন থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোমিনপাড়া নামক স্থানে কয়েক রাউন্ড সতর্কতামূলক ফায়ার (গুলি) করে।

বিএসএফ সূত্রে জানা যায়, ভোরে চানাকিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা দায়িত্বরত অবস্থায় দেখতে পায় সীমান্তের শূন্যলাইন থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে কতিপয় ভারতীয় ও বাংলাদেশি চোরাকারবারি যোগসাজশ করে সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছে। এ সময় বিএসএফ তাদেরকে বাধা দিলে চোরাকারবারিরা আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয় এবং বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায়। এরপরেই বিএসএফ প্রথমে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদেরকে নিবৃত করার চেষ্টা করে। পরে কয়েক রাউন্ড ফায়ার করে। ওই গুলির ঘটনায় একজন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

বিএসএফের দাবি, ঘটনাস্থলে চোরাকারবারিদের কাছ থেকে দুইটি ভারতীয় গরু আটক করা হয়েছে। এসময় বিজিবির ঘাগড়া বিওপির টহলদলও ঘটনাস্থলের বিপরীতে মোমিনপাড়া সীমান্ত থেকে চোরাচালানের একটি গরু আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে বিজিবির নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান দমন এবং সীমান্ত হত্যা বন্ধে বিজিবির টহল কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে সীমান্তবর্তী জনসাধারণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিতভাবে মতবিনিময় সভা ও বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি।

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়