ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

‘বিয়েতে রাজি না হওয়ায়’ খুন হন ব্যবসায়ী নজরুল

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:৫৪, ৮ ডিসেম্বর ২০২৪
‘বিয়েতে রাজি না হওয়ায়’ খুন হন ব্যবসায়ী নজরুল

গ্রেপ্তার সাবিনা আক্তার।

পুরান ঢাকার চকবাজারে নিজ বাসায় ব্যবসায়ী নজরুল ইসলামকে খুনের ঘটনায় সাবিনা আক্তার নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাকরি দেওয়ার আলোচনার সূত্রে মাসখানেক আগে দুইজনের পরিচয় হয় জানিয়ে পুলিশ বলছে, চাকরি না দেওয়া ও পরিচয়সূত্রে সম্পর্ক হলেও বিয়েতে রাজি না হওয়ার জেরে ব্যবসায়ীকে খুন করা হয়।

লাশ উদ্ধারের দুই দিন আগে তাকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ।

লালবাগের আলীনগরে ‘নজরুল ইঞ্জিনিয়ারিং’ নামের ওয়ার্কশপ চালাতেন নজরুল।

গত বুধবার চকবাজারের পোস্তা এলাকার ৬৬১ নম্বর এশিয়া টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে হাত, পা ও মুখ বাঁধা এবং পুরুষাঙ্গ কাটা অবস্থায় ৪৬ বছর বয়সী নজরুল ইসলামের লাশ উদ্ধার করে চকবাজার মডেল থানা পুলিশ।

ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ফুলদানির ভাঙা অংশ, ধারালো চাকু ও অন্যান্য আলামত জব্দ করা হয়।

একইদিন চকবাজার মডেল থানায় হত্যা মামলা করেন নিহতের বড় ভাই মো. তহিদুল ইসলাম ওরফে তাপস।

পুরান ঢাকার ওই ভবনের নিরাপত্তাকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাপস ওইদিন বলেছিলেন, গাজীপুরে ব্যবসার মালামাল সন্ত্রাসীরা আটকে রেখেছে বলে সেখানে যাওয়ার কথা বাসার নিরাপত্তাকর্মীদের জানিয়েছিলেন তার ভাই।

ভবনের নিরাপত্তাকর্মীদের ভাষ্য, তারা নজরুলকে বাসা থেকে বের হতে দেখলেও ফিরতে দেখেননি।

ঘটনার আগে শুক্রবার নরসিংদীতে নজরুলের বোনের বাসায় যান তার স্ত্রী ও সন্তানরা। সোমবার থেকে তাকে ফোনে পাচ্ছিল না পরিবার। পরে ঢাকায় ফিরে এসে তার নজরুলের ছেলে সুমিত চাচা তাপসকে নিয়ে চকবাজার ও লালবাগ থানায় গিয়েছিলেন জিডি করতে।

জিডি করতে না পেরে রাতে বাসায় ফিরে বাবার লাশ আবিষ্কার করেন সুমিত।

মামলার তদন্তে নেমে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত ২৫ বছর বয়সী সাবিনা আক্তারকে শনাক্ত করার পর শনিবার যশোরের বাঘারপাড়ার মির্জাপুর মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘‘গ্রেপ্তার সাবিনা জিজ্ঞাসাবাদে নজরুলকে হত্যার কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে নিহত নজরুলের ব্যবহৃত দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।’’

তিনি বলেন, “ঘটনার প্রায় এক মাস আগে এক ব্যক্তির মাধ্যমে চাকরির জন্য নজরুল ইসলামের সঙ্গে সাবিনার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

“স্ত্রী-সন্তানরা বাসায় না থাকায় নজরুল ইসলাম গত ২ ডিসেম্বর রাতে সাবিনাকে ডেকে নেন। সেদিন চাকরি ও বিয়ে নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ভোর ৫টার দিকে নজরুলকে শিল দিয়ে মাথা ও মুখে গুরুতর আঘাত করেন ও মুখে বালিশ চাপা দেন সাবিনা।”

উপ-কমিশনার জসীম বলেন, “নজরুল নিস্তেজ হয়ে পড়লে হাত, পা ও মুখ বেঁধে ধারালো চাকু দিয়ে পুরুষাঙ্গ কেটে তার মৃত্যু নিশ্চিত করেন সাবিনা।”

গ্রেপ্তার সাবিনার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা শিল এবং ঘটনার দিন তার পরিহিত বোরকা উদ্ধার করেছে বলেও জানান তিনি।

ঢাকা/মাকসুদ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট