ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

মাকে হত্যা: ছেলে রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ১০ ডিসেম্বর ২০২৪  
মাকে হত্যা: ছেলে রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাকে হত্যা মামলায় ছেলে মামুনের (৩০) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর উপপরিদর্শক নাজমুল হাসান তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ডের আদেশ দেন।

জানা যায়, যাত্রাবাড়ীর কুতুব খালী এলাকায় মামুন কিছুদিন ধরে মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো।  মায়ের ভরনপোষণ দিতে বিরক্তবোধ করতো। গত ২৭ আগস্ট তার মাকে থাপ্পড় দিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। এরপর সারারাত তাকে বাড়ির বাইরে রাখা হয়। পরের দিন সকালে আশেপাশের ভাড়াটিয়া ও এলাকাবাসী তাকে মৃত দেখতে পান। এ ঘটনায় মামুনকে আসামি করে তার খালাতো ভাই কামাল হোসেন গত ২৯ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা  করেন।

গত ২৯ আগস্ট মামুনকে কারাগারে পাঠায় আদালত। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

ঢাকা/মামুন/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়