জুয়া খেলায় বাধা দেওয়ায় মালিককে মেরে কারখানায় পুঁতে রাখেন কর্মচারীরা
নিখোঁজের চার দিন পর মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।
কামরাঙ্গীচরে জুয়া খেলার প্রতিবাদ করায় ব্যবসায়ী মো. আলমকে হত্যা করেছে তারই কারখানা কর্মচারীরা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে চার দিন নিখোঁজের পর নিজ কারখানার মাটির নিচ থেকে তার পচা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, কামরাঙ্গীরচর হাসান নগরের ওই ব্যবসায়ী গত ৫ ডিসেম্বর থেকে নিখোঁজ হন। প্রিন্ট কারখানার মালিককে খোঁজাখুঁজির পর কোথাও তার সন্ধান না পেয়ে থানা পুলিশের কাছে লিখিতভাবে জানানো হয়।
পুলিশ জানায়, ঘটনার দিন রাতে কারখানার ভেতরেই জুয়া খেলছিল গ্রেপ্তার সম্রাট, মিরাজ হোসেন ও রিফাত। তবে একজন এখনো পলাতক রয়েছে। জুয়া খেলার প্রতিবাদ করেন নিহত ব্যবসায়ী। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে আলমকে হত্যা করে মরদেহ তারই কারখানার ভেতর মাটি খুঁড়ে চাপা দিয়ে রাখা হয়। চার দিন আগে মারা যাওয়ায় নিহতের শরীরের বেশিরভাগ অংশই পচে গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে গেছে পুলিশ।
রাতে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিহতের মেয়ে জামাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।’’
ঢাকা/মাকসুদ/এনএইচ