কনস্টেবলকে হত্যাচেষ্টার মামলায় বাদাম বিক্রেতার জামিন
রাজধানীর তেজগাঁও ট্রাফিক জোনের কনস্টেবল আনোয়ার হোসেনকে হত্যাচেষ্টার মামলায় বাদাম বিক্রেতা মো. জসিমকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে জামিনের আদেশ দেন।
আসামিপক্ষে জামিন চেয়ে শুনানি করেন সেলিম মিয়া। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন।
আনোয়ার হোসেন গত ৫ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে হাতিরঝিল থানাধীন ঝিলপাড় মধুবাগ সেতুর নিচে দায়িত্ব পালন করছিলেন। গাড়ির চাপ কম থাকায় আরেক কনস্টেবল আব্দুল করিমক দায়িত্ব দিয়ে জসিমের দোকানে যান বাদাম কিনতে। জসিম তাকে অনুমান করে বাদাম দেন। আনোয়ার হোসেন ওজন করে বাদাম দিতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়। একপর্যায়ে জসিম বাদাম ভাজার কাজে ব্যবহৃত ধারালো লোহার খুন্তি দিয়ে আনোয়ার হোসেনকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। সুস্থ হয়ে হাতিরঝিল থানায় মামলা করেন আনোয়ার হোসেন।
পরে জসিমকে গ্রেপ্তার করে পুলিশ। ৮ ডিসেম্বর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকা/মামুন/রফিক