ঢাকা     রোববার   ১৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১ ১৪৩১

স্ত্রী ও মে‌য়েসহ বেন‌জীরের বিরু‌দ্ধে ৪ মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১৫ ডিসেম্বর ২০২৪  
স্ত্রী ও মে‌য়েসহ বেন‌জীরের বিরু‌দ্ধে ৪ মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মে‌য়ের বিরু‌দ্ধে ৪টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি জানিয়েছেন।

তি‌নি বলেন, ‘‘সা‌বেক আইজিপি বেনজীর, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা করা হ‌য়ে‌ছে। এসব মামলায় বেনজীর পরিবারের বিরুদ্ধে ৭৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।’’

আরো পড়ুন:

আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ও ২৬ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে ব‌লেও জানান তি‌নি।

দুদক জানায়, প্রথম মামলায় আসামি করা হ‌য়ে‌ছে সা‌বেক বেনজীর আহমেদ‌কে। তার বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদ এবং ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ৬০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন বেনজীর ও তার স্ত্রী জীসান মির্জা। জীসান মির্জার বিরুদ্ধে ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ১৬ কোটি ১ লাখ ৭১ হাজার ৩৩৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। তার এই সম্পদ স্বামী বেনজীর আহমেদের অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত হয়েছে বলে অভিযোগ আনা হয়।

তৃতীয় মামলায় বেনজীর ও তার মেয়ে ফারহিন রিশতা বেনজীরকে আসামি করা হয়েছে। মামলায় রিশতার বিরুদ্ধে ৮ কোটি ৭৫ লাখ ২৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

চতুর্থ মামলায় বেনজীর ও তার ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরকে আসা‌মি করা হ‌য়ে‌ছে। মে‌য়ের বিরুদ্ধে ৫ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৮৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

চলতি বছরের এপ্রিলে পত্র প‌ত্রিকায় বেনজীরের ঘুষ, দুর্নী‌তি ও অবৈধ সম্পদের সংবাদ প্রকা‌শিত হ‌লে দেশব‌্যাপী তোলপাড় সৃ‌ষ্টি হয়। আলোচনা-সমা‌লোচনার ম‌ধ্যে ২২ এপ্রিল বেনজীরের সম্পদ অনুসন্ধানে নামে দুদক। বেন‌জী‌রের বিরু‌দ্ধে দুর্নী‌তি, অনিয়ম ও পাস‌পোর্ট জা‌লিয়া‌তিসহ নানা অভিযোগের সত‌্যতা পায় অনুসন্ধান ক‌মি‌টি। এক পর্যা‌য়ে তা‌দের সম্পদের হিসাব বিবরণী দা‌খি‌লের নো‌টিশ দেওয়া হয়। গত সেপ্টেম্বর মাসে দুদকে সম্পদের বিবরণী জমা দেন বেনজীর আহমেদ। এ সময় বেন‌জীর ও তার প‌রিবার‌কে তলব করা হ‌লে তারা কেউ আসেননি দুদকে। ওই সময় বেনজীরের শত কোটি টাকার সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়।

গত ১৪ অক্টোবর পাসপোর্ট জালিয়াতির অভিযোগে বেনজীরসহ ৫ জনের নামে মামলা করে দুদক।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়