ঢাকা     মঙ্গলবার   ১৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ২ ১৪৩১

‘আন্দোলন দমনে অর্থের যোগানদাতা ছিলেন হাসিনার আস্থাভাজন নদভী’ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ১৭ ডিসেম্বর ২০২৪  
‘আন্দোলন দমনে অর্থের যোগানদাতা ছিলেন হাসিনার আস্থাভাজন নদভী’ 

আদালতে নেওয়ার পথে সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন। বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অর্থের যোগানদাতা ছিলেন সাবেক এই এমপি।

রাজধানীল আজিমপুরে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীকে এক দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতয়ালি জোনাল টিমের পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেন। আবেদনে উল্লিখিত অভিযোগ করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনে বলা হয়, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এবং নির্দেশনায় ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে সশস্ত্র হামলা করা হয়। খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং অনেকে গুরুতর জখম হন। আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই করা হচ্ছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা হোক।

আবেদনের পরিপ্রেক্ষিতে আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ।

রোববার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলায় অভিযোগ করা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

ঢাকা/মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়