অবৈধ সম্পদ: নওফেলের বিরুদ্ধে দুদকের মামলা
মহিবুল হাসান চৌধুরী নওফেল
২ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৬১৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৪১টি ব্যাংক হিসাবে মোট ১১৩ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৬২৮ টাকা জমা ও ৯৭ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৬১৭ টাকা সন্দেহজনকভাবে উত্তোলন করে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করার অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
একইসঙ্গে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়ে নওফেলের স্ত্রী ইমার সম্পদের হিসাব দিতে নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন।
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নওফেলের বিরুদ্ধে দায়েরকৃত মামলার এজাহারে বলা হয়, আসামি মহিবুল হাসান চৌধুরী ২,৯৪,৪২,৬১৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখায় এবং নিজ ও তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ৪১টি হিসাবে মোট ১১৩,৮৯,৪৩,৬২৮ টাকা জমা ও ৯৭,৩০,৬০,৬১৭ টাকা সন্দেহজনকভাবে উত্তোলন করে উক্ত টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা রুজু করা হয়।
অন্যদিকে মহিবুল হাসান চৌধুরীর স্ত্রী ইমা কর্তৃক ৮৪,৩৫,১২৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তাছাড়া তার নামে ও বেনামে আরো সম্পদ থাকার সম্ভাবনা থাকায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি