ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৩ ১৪৩১

সাকিব আল হাসানের বিরুদ্ধে সমন জারি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ১৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:৪২, ১৮ ডিসেম্বর ২০২৪
সাকিব আল হাসানের বিরুদ্ধে সমন জারি

সাকিব আল হাসান

আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত সমন জারি করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম জানান, সাকিল আল হাসানের বিরুদ্ধে ১৫ ডিসেম্বর একটি চেক জালিয়াতির মামলা হয়। আজ এ মামলায় শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন।


অপর আসামিরা হলেন-সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগীর হোসাইন, ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকার বেগম। সাকিব আল হাসানের ওই ফার্মের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। 

গত ১৫ ডিসেম্বর ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন।

দেশসেরা ক্রিকেটার সাকিব নানা ব্যবসায় যুক্ত হওয়ার পর নামেন পুঁজিবাজারে, যৌথ অংশীদারত্বে খোলেন ব্রোকারেজ হাউজ মোনার্ক হোল্ডিংস। আওয়ামী লীগের টিকেটে দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্যও নির্বাচিত হন। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, এমপিদের বিরুদ্ধে মামলা হচ্ছে। সাকিবের বিরুদ্ধেও দায়ের করা হয় হত্যা মামলা। জব্দ করা হয় তার ব্যাংক হিসাবও। 

গত ১৫ ডিসেম্বর ঢাকার এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন,“ পুঁজিবাজার কারসাজির জন্য সাকিব আল হাসানকে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল।”

ঢাকা/মামুন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়