ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে যা বললেন সোলায়মান সেলিম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:২৪, ১৮ ডিসেম্বর ২০২৪
বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে যা বললেন সোলায়মান সেলিম

আদালতে নেওয়ার পথে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম

যুবদলের নেতা শামীম হত্যা মামলায় সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য বুধবার (১৮ ডিসেম্বর) আদালতে হাজির করা হয় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে। তাকে রাখা হয় ঢাকার সিএমএম আদালতের হাজতখানায়।

সকাল ৯ টা ২০ মিনিটের দিকে সোলায়মান সেলিমকে এজলাসে তোলা হয়। এজলাসে তোলার সময় সোলায়মান সেলিম বলেন, “শেখ হাসিনা আবারও আসবে।”

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালতে রিমান্ড শুনানি হয়। এ মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামেরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। তাদের তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সকাল ১০টা ২০ মিননিটের দিকে এজলাস থেকে নামিয়ে তাদের হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। তখন সোলায়মান সেলিম বলেন, “মানুষ দোয়া করছে, শেখ হাসিনা আবারও ফিরে আসবে। বঙ্গবন্ধু মরে নাই।”

এ সময় একজন পুলিশ সদস্য সোলায়মান সেলিমের মুখ চেপে ধরার চেষ্টা করেন। পরে তাদের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

ঢাকা/মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়