স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে মামলা করবে দুদক
সম্পদের হিসাব না দেওয়ায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২২ ডিসেম্বর) তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় কমিশন।
সোমবার (২৩ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, সম্পদ বিবরণী দাখিল না করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ধারায় এ অভিযোগ আনা হচ্ছে। আজ যেকোনো সময় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এসকে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে এস কে সুরকে তলব করে দুদক।
অনুসন্ধান চলাকালে তাকে, ও তার স্ত্রী-মেয়েকে সম্পদের হিসাব দাখিলে নোটিস দেয় কমিশন। কিন্তু তারা কেউ সম্পদের হিসাব দেননি।
অভিযোগ আছে, এস কে সুর ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন ও সুবিধা নিয়েছেন। ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান তিনি।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা