ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

বিদেশ যেতে পারেননি বিজিবির সাবেক ডিজি মইনুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ২৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:১৭, ২৪ ডিসেম্বর ২০২৪
বিদেশ যেতে পারেননি বিজিবির সাবেক ডিজি মইনুল ইসলাম

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (ডিজি) অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলামকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্ত্রী-সন্তানসহ কানাডার উদ্দেশ্যে রওনার আগমূহুর্তে ইমিগ্রেশন পুলিশ তার বিদেশযাত্রা আটকে দেয়।

তবে মইনুলের স্ত্রী ও কন্যা নির্দিষ্ট ফ্লাইটেই কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

আরো পড়ুন:

বিজিবির সাবেক এই মহাপরিচালক ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আতিকুল ইসলামের ভাই।  

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন বিভাগের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান বলেন, ‘‘পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রধান মূলত বিজিবির সাবেক ডিজি ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলামের বিদেশযাত্রা আটকানোর বিষয়ে নির্দেশনা দিয়ে রেখেছিলেন। যতটুকু জানি, ওই তদন্ত কমিশনের কাছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বাক্ষ্য দেওয়ার একটি বিষয় রয়েছে। সে কারণে তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি। তবে পরবর্তীতে তিনি কমিশনের অনুমতি নিয়ে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন। তাছাড়া তার বিরুদ্ধে কোনো মামলাও নেই।’’’

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনার দুই দিন পর তৎকালীন আওয়ামী লীগ সরকার মেজর জেনারেল পদমর্যাদায় থাকা মইনুল ইসলামকে বিডিআর (বর্তমানে বিজিবি) মহাপরিচালকের দায়িত্ব দেয়। 

ঢাকা/হাসান/সাইফ/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়