ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

গণমাধ্যমকর্মীর সঙ্গে ‘অসাদচরণ’, এসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ২৫ ডিসেম্বর ২০২৪  
গণমাধ্যমকর্মীর সঙ্গে ‘অসাদচরণ’, এসআই প্রত্যাহার

গণমাধ্যমকর্মীদের সঙ্গে ‘অসাদচরণ’-এর অভিযোগে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফয়সালকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রমনা জোনের ডিসি মাসুদ আলম (বিপিএম)। 

এর আগে, বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েন এসআই ফয়সাল।

ডিসি মাসুদ আলম গণমাধ্যমে বলেন, ‘‘ঘটনাটি আমি শুনেছি। শোনামাত্রই আমি তাকে প্রত্যাহার করছি। এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এমন কোন ঘটনা না ঘটে, সেজন্য রমনা জোনের সবাইকে আরো সতর্ক থাকতে হবে। সাংবাদিকরা জাতির বিবেক। তাদের সঙ্গে এমন আচরণ সমীচীন নয়।’’

সুকান্ত/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়