অজ্ঞান পার্টির খপ্পরে উপসচিব
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দিলীপ কুমার দেবনাথ
অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ। তিনি একটি বাসে অচেতন অবস্থায় পড়েছিলেন।
সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
এ ব্যাপারে তেজগাঁও থানার উপ পুলিশ পরিদর্শক শুকহরি মধু বলেন, “রবিবার (২৯ ডিসেম্বর) রাত দেড়টার দিকে তেজগাঁও শাহীন স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে ডিউটি করছিলাম। এ সময় হামজা এক্সপ্রেসের একটি বাসে উপসচিব অচেতন অবস্থায় পড়েছিলেন। তখন স্টাফদের জিজ্ঞেস করলে তারা জানায়, তিনি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে কেউ তাকে অচেতন করতে পারে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি।”
ঢাকা/মাকসুদ/টিপু