গাবতলীতে যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীর গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে মুকুল শেখ (৩৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
মুকুলের ভাই রাব্বানী শেখ বলেন, “গাবতলী এলাকায় আমরা দিনমজুর হিসেবে কাজ করি। গ্রামের বাড়িতে প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গতকাল রাত ৮টার দিকে গাবতলীর দ্বীপনগর এলাকায় ১৫ থেকে ২০ জন ব্যক্তি পথরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা করে। আশপাশের লোকজন আমাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। পারে রাত ১০টা ৫০ মিনিটের দিকে মুকুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হামলাকারীদের মধ্যে ইয়াসিন, লোকমান, জাহাঙ্গীর, কামরুল, লালু, আনোয়ার, হালিম, ওয়াজেদ, ফারুকসহ আরো কয়েকজন ছিলেন বলে তিনি দাবি করেন। তাদের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর জানিয়ে তিনি বলেন, “হামলাকরীদের বাড়িও একই এলাকায়। জমি নিয়ে বিরোধের জেরে তাদের বিরুদ্ধে মামলাও করা হয়।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”
ঢাকা/ইভা