ঢাকা     সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১

মোহাম্মদপুরে লকার ভেঙে ৩২ ভরি স্বর্ণ লুট, গ্রেপ্তার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৩২, ৪ জানুয়ারি ২০২৫
মোহাম্মদপুরে লকার ভেঙে ৩২ ভরি স্বর্ণ লুট, গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মাদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙ্গে ৩২ ভরি স্বর্ণ লুট করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া রাইজিংবিডিকে বলেন, “৩০ তারিখ থেকে ওই ভবনের মালিক বাসায় ছিলেন না। তাই ধারণা করা হচ্ছে ৩০ তারিখের পর যেকোনো সময় এ ঘটনা ঘটতে পারে। লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার বিস্তারিত জানতে আদালতে নিয়ে তাদের রিমান্ড চাওয়া হবে।

ঢাকা/মাকসুদ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়