ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

সচিবালয়ের গেটে পাল্টাপাল্টি ধাওয়া: তদন্ত কমিটি করল ডিএমপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:২৫, ৮ জানুয়ারি ২০২৫
সচিবালয়ের গেটে পাল্টাপাল্টি ধাওয়া: তদন্ত কমিটি করল ডিএমপি

মঙ্গলবার সচিবালয়ের ১ নম্বর ফটকের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়

সচিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৮ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণ করে মতামতসহ বিস্তারিত প্রতিবেদন আগামী ৫ কার্যদিবসের মধ্যে দাখিল করবে। কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর ফটকের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। তবে, শিক্ষার্থীরা কী দাবিতে আন্দোলন করেছেন, তা এখনো জানা যায়নি।

সেদিন শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করে। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেল সাড়ে ৪টার দিকে সাক্ষাতের কথা ছিল। বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

ঢাকা/হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়