জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার
সেলিম আশরাফীর বিরুদ্ধে হত্যা ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় ৩৫টি মামলা আছে
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. সেলিম আশরাফীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। ৩৫ মামলার আসামি সেলিম আশরাফী চুয়া সেলিম বা চোরা সেলিম নামেও পরিচিত। তিনি চুয়া সেলিম গ্রুপের প্রধান।
র্যাব-২ এর এএসপি খান আসিফ তপু জানিয়েছেন, মোহাম্মদপুর থানা এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় ৩৫টি মামলা আছে। সেলিম অনেক দিন ধরে পলাতক ছিল।
তিনি আরো জানান, সেলিমকে থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।
ঢাকা/মাকসুদ/রফিক