থানা থেকে পালানো সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড এলার্ট
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শাহ আলম
রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো হত্যা মামলার আসামি সাবেক অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলমকে গ্রেপ্তার করতে সারা দেশে রেড এলার্ট জারি করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, “পুলিশ সদর দপ্তর থেকে রেড এলার্ট জারিসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। থানা হেফাজত থেকে শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।”
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে পালান শাহ আলম। অভিযোগ উঠেছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে হাজতখানায় না রেখে উত্তরা পূর্ব থানার ওসির কক্ষে রাখা হয়।
শাহ আলমকে ধরতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সব ইউনিট কাজ করছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একটি মামলায় উত্তরা পূর্ব থানার ওসি শাহ আলমকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই তিনি পালিয়ে যান।
ঢাকা/মাকসুদ/রফিক