ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

কারাগারে এস কে সুর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ১৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:০৫, ১৪ জানুয়ারি ২০২৫
কারাগারে এস কে সুর

আদালতে নেওয়ার পথে সিতাংশু কুমার সুর চৌধুরী

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এস কে সুর) কারাগারে পাঠানো হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নাজমুল হুসাইন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। আদালতে এস কে সুরের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে এস কে সুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গোয়েন্দা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার এস কে সুরকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুদকের একটি সূত্র জানিয়েছে। 

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে গত ২৩ ডিসেম্বর মামলা করে দুদক।

ঢাকা/মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়