ঢাকা     শনিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৩ ১৪৩১

সালমান-মামুন তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ২৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১২:১২, ২৯ জানুয়ারি ২০২৫
সালমান-মামুন তিন দিনের রিমান্ডে

আদালতে সালমান এফ রহমান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (ফাইল ফটো)

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে আসিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (২৯ জানুয়ারি) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো উত্তরের পরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসাইন গত ১৯ জানুয়ারি তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।  

মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন আসিফ। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ২২ জনকে আসামি করে গত ১ নভেম্বর মিরপুর থানায় একটি মামলা করা হয়। এ মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ৪ নম্বর ও সালমান এফ রহমান ৭ নাম্বার এজাহারনামীয় আসামি।

ঢাকা/মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়