ঢাকা     মঙ্গলবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৬ ১৪৩১

কিরণ-সৈকত ৪ দিনের রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ২৯ জানুয়ারি ২০২৫  
কিরণ-সৈকত ৪ দিনের রিমান্ডে 

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা মামলায় কিরণ ও ধানমন্ডি থানার হত্যা মামলায় সৈকতের রিমান্ড দেওয়া হয়েছে। 

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক নাজমুল আলম কিরণের সাত দিন এবং পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান সিকদার সৈকতের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ডের আদেশ দেন। 

কিরণের মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ আগস্ট বেলা ১১টায়  উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (১৮)। এসময় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের হামলায় চোখে গুলি লাগে তার। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আহসানউল্লাহ বাদী হয়ে শেখ হাসিনাসহ ২০৩ জনকে এজাহারনামীয় আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। 

সৈকতের মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৭ আগস্ট বিকেলে মারা যান। এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।  মামলায় সৈকত ২৬ নাম্বার এজাহারনামীয় আসামি।

ঢাকা/মামুন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়