ঢাকা     সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৪ ১৪৩১

স্ত্রী হত্যায় বকুলের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ২৯ জানুয়ারি ২০২৫  
স্ত্রী হত্যায় বকুলের মৃত্যুদণ্ড

ছবি: প্রতীকী

পারিবারিক কলহের জেরে স্ত্রী নাজমা আক্তারকে হত্যার দায়ে স্বামী সুরুজ্জামান বকুলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নির আদালত এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৯ সালের ১১ জুন নাজমা আক্তারকে সাভার থানাধীন আকরাইনের বাড়িতে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন বকুল। এ সময় দুই মেয়ে সুরাইয়া ও সুমাইয়া লোকজনের সহায়তায় বকুলকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় পরদিন নাজমার বাবা আবদুল আজিজ বাদী হয়ে সাভার মডেল থানায় বকুলকে আসামি করে মামলা দায়ের করেন।

রায় ঘোষণার পর বকুলকে সাজা পরোয়ারা দিয়ে কারাগারে পাঠানো হয়।

দণ্ডিত বকুল ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার পুটিজানা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। পেশায় একজন কাঠমিস্ত্রি।

ঢাকা/মামুন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়