ঢাকা     শুক্রবার   ০৭ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২২ ১৪৩১

মেয়ে হত্যা মামলায় মায়ের দোষ স্বীকার 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৫  
মেয়ে হত্যা মামলায় মায়ের দোষ স্বীকার 

রাজধানীর বনশ্রীতে চার বছরের মেয়ে আয়না নুর ইসলামকে পিটিয়ে হত্যা মামলায় মা তাসনিয়া চৌধুরী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক মো. গুলজার তাকে আদালতে হাজির করেন। তাসনিয়া চৌধুরী স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াহাব তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্বামী আতিকুল ইসলামের কাছে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য তাসনিয়া টাকা চান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় মেয়ে আয়না নুরকে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকে শিশুটি। এ সময় পাঁচ মাসের ছেলে সন্তানকেও চর থাপ্পর মারেন। পরে স্বজনরা আয়নাকে শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই শিশুর বাবা আতিকুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় তাসনিয়া চৌধুরীকে আসামি করে মামলা করেন। পরে তাসনিয়া চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। 

ঢাকা/মামুন/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়