আদাবরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৮

রাজধানীর আদাবর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নানা অপরাধে জড়িত ‘কিশোর গ্যাংয়ে’র ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক ও বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত আদাবর থানার সুনিবিড় হাউজিং ও বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন জিহাদ সরদার, রবিউল, স্বপন, কাঞ্চন, নাজমুল হোসেন, মাসুদ রানা, ফয়সাল ও ইউসুফ আলী।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানের নেতৃত্বে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, আদাবর থানার অফিসার ইনচার্জ, পিআই, ইন্সপেক্টর (তদন্ত) ও আদাবর থানার একটিদল আদাবরের সুনিবিড় হাউজিং ও বেড়িবাঁধ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
ঢাকা/এমআর/এসবি