ঢাকা     বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৭ ১৪৩১

সাবেক রেলমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৫  
সাবেক রেলমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

১০ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ৩২৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক ও তার স্ত্রী হানুফা আক্তার রিক্তার বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি জানিয়েছেন।

প্রথম মামলায় মো. মুজিবুল হককে আর দ্বিতীয় মামলায় তিনি ও তার স্ত্রী হানুফা আক্তার রিক্তাকে আসামি করা হয়েছে।

মামলা দুটির এজাহারে বলা হয়েছে, মুজিবুল হক ও তার স্ত্রী রিক্তার অবৈধ সম্পদের পরিমাণ যথাক্রমে ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকা ও ৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৭৩ টাকা। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়