কারাগারে বসে ফেসবুকে স্ট্যাটাস, যা বললেন ফারুক খান
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

গত ৩ ফেব্রুয়ারি কারাগারে থাকা অবস্থায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মতিঝিল থানার হত্যাচেষ্টা মামলায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ফারুক খানকে আদালতে হাজির করা হয়। তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
রিমান্ড শুনানিকালে তাকে এজলাসে তোলা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড শেষে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজতখানায় নিয়ে যাওয়ার পথে কারাগার থেকে তার ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সম্পর্কে জানতে চান সাংবাদিকরা।
এসময় ফারুক খান বলেন, “কারাগার থেকে কীভাবে স্ট্যাটাস দিবো? কারাগার থেকে কি স্ট্যাটাস দেওয়া যায়? এটা মিথ্যা কথা।”
গত বছরের ১৪ অক্টোবর রাতে ক্যান্টনমেন্ট এলাকা থেকে সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছেন।
ঢাকা/মামুন/ফিরোজ