রাজশাহীতে ২৫ ক্যাডার কর্মকর্তাদের পূর্ণদিবস কর্মবিরতি
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে ১২ জন কর্মকর্তাকে দেওয়া বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহীতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২ মার্চ) তারা কর্মবিরতি পালন করেন। তবে জরুরি সেবা কর্মবিরতির আওতামুক্ত ছিল।
এদিন সকাল সাড়ে ১০টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত রাজশাহী নগরের সাহেবাবাজার জিরোপয়েন্টে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে ২৫ ক্যাডারের কর্মকর্তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন দপ্তরে কর্মরত ২৫ ক্যাডারের প্রায় শতাধিক কর্মকর্তা ও বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকেরা অংশগ্রহণ করেন।
কর্মসূচি থেকে ২৫ ক্যাডারের কর্মকর্তারা ১২ জন কর্মকর্তার বরখাস্তের আদেশ বাতিল ও অনতিবিলম্বে আন্তঃক্যাডারদের সব বৈষম্য দূর করার দাবি জানান। আগামী এক সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী কর্মকর্তারা।
কর্মসূচিতে ড্যাবের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারেক সাবু বলেন, “দেশে বর্তমানে ২৬ ধরনের ক্যাডার কর্মকর্তা সরকারি চাকরিতে নিয়োগ পান। এর মধ্যে প্রশাসন ক্যাডার সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা ভোগ করে। তারা বাকি ২৫টি ক্যাডারের ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত নেয়। এই অবস্থা চলতে পারে না। এর সমালোচনা করার কারণে ১২ জন ক্যাডার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। অবিলম্বে এই বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে হবে।”
ঢাকা/কেয়া/মাসুদ