ঢাকা     সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১

পাপন পরিবারের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ১৬ মার্চ ২০২৫   আপডেট: ১৮:০০, ১৬ মার্চ ২০২৫
পাপন পরিবারের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নাজমুল হাসান পাপন। ফাইল ফটো

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, তার স্ত্রী রোকসানা হাসান, মেয়ে সুনেয়া রহমান ও রুশমিলা রহমান, ছেলে রাফসান হাসান এবং জামাতা রাকীন আল-মাহমুদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২৭ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৬ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের পক্ষে উপ-পরিচালক সাইদুজ্জামান এসব ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ চেয়ে আবেদন করেছিলেন। 

আরো পড়ুন:

আবেদনে বলা হয়, নাজমুল হাসান পাপন এবং অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের  অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলমান অবস্থায় যেন আত্মসাৎকৃত অর্থ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত না হতে পারে এজন্য এসব  ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়