ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস বাবর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ১৯ মার্চ ২০২৫   আপডেট: ১৪:০৪, ১৯ মার্চ ২০২৫
১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 

আদালতে বাবরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

আরো পড়ুন:

২০০৭ সালের ২৮ মে বাবরের ঢাকার গুলশানের বাসার শোয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় অস্ত্র মামলা করা হয়। বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকা মহানগর ৯ নম্বর বিশেষ ট্রাইব্যুনাল বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে ২০০৭ সালেই আপিল করেছিলেন। 

বিভিন্ন মামলায় দণ্ড মাথায় নিয়ে ১৭ বছর কারাগারে ছিলেন বাবার। চলতি বছরের প্রথম মাসের ১৬ তারিখ কারামুক্ত হন বিএনপির এই নেতা। কারাগার থেকে বেরিয়ে সোজা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে। সেখান থেকে ফেরেন পরিবার-পরিজনের কাছে।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ২৮ মে লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার করা হয়। জরুরি অবস্থার সেই দুই বছর এবং পরে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে কয়েকটি মামলায় তাকে সাজা দেওয়া হয়।

এর মধ্যে দুটি মামলায় বাবরের মৃত্যুদণ্ড হয়; একটিতে যাবজ্জীবন কারাদণ্ড। জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আপিল শুনানি শেষে একে একে সব মামলায় খালাস পেয়ে যান তিনি। 

গত ২৩ অক্টোবর দুর্নীতির এক মামলায় ৮ বছরের দণ্ড থেকে খালাস পান বাবার। ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ডের আসামি বাবরসহ সব আসামিকে গত ১ ডিসেম্বর খালাস দেন হাইকোর্ট।

১০ ট্রাক অস্ত্র চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনের মামলাতেও বাবরের মৃত্যুদণ্ড হয়েছিল। আর অস্ত্র আইনের পৃথক মামলায় তাকে শোনানো হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ।

গত ১৮ ডিসেম্বর ও ১৪ জানুয়ারি আপিলের রায়ে হাইকোর্ট দুই মামলাতেই বাবরকে খালাস দেন। ফলে তার কারামুক্তির দরজা খুলে যায়।

বাবর নেত্রকোণা-৪ আসন থেকে (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) ১৯৯১-১৯৯৬ ও ২০০১-২০০৬ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

  ঢাকা/মামুন/রাসেল


সর্বশেষ

পাঠকপ্রিয়